ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন আর নেই

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক : ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আর নেই।

বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

স্কয়ার হাসপাতালের কাস্টমার কেয়ার অফিসার শাহেদ ফয়সাল এ তথ্য জানিয়েছেন।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এফ এইচ এম হুমায়ুন কবীর জানান, দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভোগা এই সাংবাদিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মোয়াজ্জেম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ফেনী পাইলট হাইস্কুল ও ফেনী কলেজের শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশ অবজারভার পত্রিকা দিয়ে সাংবাদিকতার যাত্রা শুরু করা মোয়াজ্জেম হোসেন নিউ নেশন, ইউএনবি, দ্য ঢাকা ক্যুরিয়ার ও ডেইলি স্টার পত্রিকায় কাজ করেছেন।

মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি সাইফ ইসলাম দিলাল এবং সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা সভাপতি।



রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৮/হাসান/রফিক/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়