ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিআরইউর কার্যনির্বাহী সদস্য হলেন রাইজিংবিডির নঈমুদ্দীন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিআরইউর কার্যনির্বাহী সদস্য হলেন রাইজিংবিডির নঈমুদ্দীন

নিজস্ব প্রতিবেদক : পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাইজিংবিডি ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ নঈমুদ্দীন।

শুক্রবার ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের সদস্য একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল ফল ঘোষণা করেন।

ডিআরইউর কার্যনির্বাহী সদস্য হিসেবে আরো নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন, খালিদ সাইফুল্লাহ, বাদল নূর, মাকসুদুল হাসান, রাসেদুল হক এবং শাহাবুদ্দিন মাহাতাব।

দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম রাইজিংবিডি ডটকমে যোগদানের আগে মোহাম্মদ নঈমুদ্দীন দৈনিক যুগান্তরের চট্টগ্রাম অফিস, দৈনিক মানবকণ্ঠ, দৈনিক বর্তমানসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে দৈনিক রূপালী পত্রিকায় যোগদানের মাধ্যমে মোহাম্মদ নঈমুদ্দীনের সাংবাদিকতা শুরু। ১৯৯৭ সালে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ শুরু করেন। ২০১১ সালে তিনি অনুসন্ধানী সাংবা‌দিকতা জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পুরস্কার পান।

পেশাদার সাংবাদিক হিসেবে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), চিটাগং জার্নালিস্ট ফোরাম (সিজেএফডি), রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) প্রভৃতির সদস্য।

ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নিউজ টুডের প্রাক্তন সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। অন্য সদস্যরা হলেন- বিএফইউজের প্রাক্তন সভাপতি এম শাজাহান মিয়া, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের ও সাংবাদিক নেতা এম এ আজিজ।

প্রথা অনুযায়ী, প্রতি বছরের ৩০ নভেম্বর ডিআরইউর নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়। এরই ধারাবাহিকতায়  শুক্রবার সকাল ৯টায় সাগর-রুনি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে জুমার নামাজের বিরতির পরে আবার শুরু হয় ভোটগ্রহণ। প্রার্থীরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৭৭ জন। ভোট দিয়েছেন ১ হাজার ১৪৮ ভোটার। সভাপতি থেকে কার্যনির্বাহী সদস্য পর্যন্ত ১৬টি পদে নেতৃত্ব নির্ধারণ করতে ভোটাধিকার প্রয়োগ করেন ডিআরইউর সদস্যরা। ২১টি পদের মধ্যে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন বিজয়ী হওয়ায় ওই পাঁচ পদে ভোট হয়নি।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ইলিয়াস হোসেন। সহ-সভাপতি পদে ভোরের কাগজের খোন্দকার কাওসার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে কবির আহমেদ খান নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে জামিল আহসান সিপু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক পদে জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক পদে আফজাল বারী, নারীবিষয়ক সম্পাদক পদে সানজিদা ইসলাম পারুল, দপ্তর সম্পাদক পদে জিহাদ চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শেখ মাহমুদ এ রিয়াদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে আব্দুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক পদে শফিকুল ইসলাম শামীম, সাংস্কৃতিক সম্পাদক পদে এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক পদে এইচ এম আকতার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং কল্যাণ সম্পাদক পদে কাওসার আজম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১ ডিসেম্বর ২০১৮/হাসান/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়