ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাংবাদিকদের অবাধ চলাচল নিশ্চিতের দাবি সম্পাদক পরিষদের

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিকদের অবাধ চলাচল নিশ্চিতের দাবি সম্পাদক পরিষদের

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের আগের দিন থেকে পরদিন পর্যন্ত তিন দিন সারা দেশে সাংবাদিক, সংবাদকর্মী এবং মিডিয়া সংশ্লিষ্ট যানবাহনের মুক্তভাবে চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘২৬ ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিত সম্পাদক পরিষদের সভা থেকে নির্বাচন কমিশনের প্রতি বলা হয়, নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন ও পরের দিন সারা দেশে সাংবাদিক, সংবাদকর্মী, মিডিয়া সংশ্লিষ্ট যানবাহনের মুক্তভাবে চলাচল নিশ্চিত করা হোক।’

চিঠিতে আরো বলা হয়, সাংবাদিক ও সংবাদকর্মীদের মোটরসাইকেল, সাংবাদিক বা সংবাদপত্র পরিবহনকারী যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করা হোক।

এছাড়াও সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি এবং যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্যও আহবান জানায় সম্পাদক পরিষদ।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়