ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন আজ

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪২, ৩১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন আজ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এজিএম। এরপর দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। জানা গেছে, এবার নির্বাচনে ডিএসইসির মোট ভোটার এক হাজার ৮০ জন। কার্যনির্বাহী কমিটির ২১টি পদে তিনজন সভাপতি ও তিনজন সাধারণ সম্পাদক প্রার্থীসহ মোট ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এবং জাতীয় সংসদ সদস্য মো. শহিদ ইসলাম পাপুল।

প্রসঙ্গত, ঢাকায় কর্মরত বিভিন্ন জাতীয় সংবাদপত্র, টেলিভিশন ও বার্তা সংস্থার সহ-সম্পাদকদের নিয়ে ২০০০ সালে গঠিত হয় ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সদস্যদের কল্যাণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধিই সংগঠনটির মূল লক্ষ্য।




রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৯/সাইফ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়