ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ দৃশ্যমান: স্পিকার

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ৮ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ দৃশ্যমান: স্পিকার

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আজ দৃশ্যমান। নারী উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি  মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  ‘গণমাধ্যমে নারী-পুরুষ সমতা : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক  আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, গণমাধ্যম একটি প্রসারমান সেক্টর। গণমাধ্যমে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে ঢাকা রিপোর্টার্স ইউনিটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। গণমাধ্যমে নারীদের অংশগ্রহণে প্রতিবন্ধকতাসমূহ দূর করতে ডিআরইউয়ের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ডিআরইউয়ের সাবেক নারী বিষয়ক সম্পাদক আইরিন নিয়াজী মান্না, শাহানাজ শারমীন ও ঝর্ণা মনিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। স্পিকার তাদের হাতে সম্মাননা তুলে দেন। সম্মাননা গ্রহণ করার পর তারা অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক টিভির চিফ রিপোর্টার শাহানাজ শারমীন। ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন ডিআরইউয়ের সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। অনুষ্ঠানে কণ্ঠস্বর গ্রন্থের মোড়ক উন্মোচন করেন স্পিকার।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়