ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনলাইন পত্রিকা কয়েক হাজার : তথ্যমন্ত্রী

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১২, ২৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনলাইন পত্রিকা কয়েক হাজার : তথ্যমন্ত্রী

সংসদ প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ১০ বছর আগে হাতে গোনা কয়েকটি অনলাইন পত্রিকা ছিলো। এখন কয়েক হাজার অনলাইন পত্রিকা রয়েছে।

শনিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিগত ১০ বছরে বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। ১০ বছর আগে বাংলাদেশে দৈনিক পত্রিকা ছিলো সাড়ে ৭০০, এখন এ সংখ্যা প্রায় ১৩০০। ১০ বছর আগে টেলিভিশনের সংখ্যা ছিল ১০টি, এখন টেলিভিশন চ্যানেল অন এয়ারে আছে ৩৩টি এবং আরো ৩৫টির লাইসেন্স দেওয়া আছে ।’

তথ্যমন্ত্রী বলেন, ‘১০ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিলোই না, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪০ থেকে ৫০ লাখ, আর এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ৯ কোটি, আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ছাড়িয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘অনেকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। যারা এদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন, তাদের জ্ঞাতার্থে বলছি- বৃটেনের ১৬৭ বছরের পুরনো পত্রিকা ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ ২০১১ সালে একটি ভুল রিপোর্ট প্রকাশের কারণে বন্ধ হয়ে যায়। কয়েক বছর আগে বিবিসিতে একজন এমপির বিরুদ্ধে একটি অসত্য সংবাদ পরিবেশন করায় পত্রিকার প্রধান নির্বাহী থেকে শুরু করে পুরো টিমকে পদত্যাগ করতে হয়েছে। বাংলাদেশে কোনো অসত্য বা ভুল সংবাদ প্রকাশ বা পরিবেশনের কারণে কোনো পত্রিকা বন্ধ হয়নি, কোনো পত্রিকা বন্ধ করা সরকারের উদ্দেশ্যও নয়।’




রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়