ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের সময়সূচি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৮, ১২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের সময়সূচি

ক্রীড়া ডেস্ক: দুইদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ১৯তম আসর। বরাবরের মতো এবারও এই আসরের স্পন্সর হিসেবে রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এ আসর। এই আসরের নামকরণ করা হয়েছে ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগ। 

জাতীয় ক্রিকেট লিগে প্রথম টায়ারের শেষ দলটি রেলিগেশন প্রাপ্ত হয়ে দ্বিতীয় টায়ারে নেমে যাবে। আর দ্বিতীয় টায়ারের শীর্ষস্থানের দলটি প্রথম টায়ারে উন্নীত হবে। এবার পাঁচটি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

প্রথম রাউন্ডে আগামী ১৫ সেপ্টেম্বর মাঠে নামবে আটটি দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টায়ারের ম্যাচে রংপুর বিভাগের মুখোমুখি হবে গেল আসরের চ্যাম্পিয়ন দল খুলনা। প্রথম টায়ারের অপর ম্যাচে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকা বিভাগের মুখোমুখি হবে বরিশাল বিভাগ।

১৫ সেপ্টেম্বর প্রথম রাউন্ডের দ্বিতীয় টায়ারে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোপোলিসের বিপক্ষে খেলতে নামবে চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় টায়ারের অপর ম্যাচে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিলেটকে আতিথ্য দেবে রাজশাহী।

তিন দিন বিরতির পর ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর। সেটি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথম টায়ারে শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে খেলবে বরিশাল। প্রথম টায়ারের অপর ম্যাচে শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগকে আমন্ত্রণ জানাবে রংপুর বিভাগ।

এদিকে দ্বিতীয় টায়ারে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকা মেট্রোপোলিসের বিপক্ষে খেলবে সিলেট বিভাগ। দ্বিতীয় টায়ারের অপর ম্যাচে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রামের মুখোমুখি হবে রাজশাহী বিভাগ।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়