ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বগুড়ায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ২২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগুড়ায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা আজ থেকে শুরু হয়েছে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগের। কিন্তু মাঠ ভেজা থাকায় প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। ম্যাচের টস পর্যন্ত করতে পারেননি আম্পায়ারা।



গত কয়েকদিনের বৃষ্টিতে পুরো মাঠ ভিজে আছে। জায়গায় জায়গায় জমে আছে পানি। মাঠের কয়েক জায়গা কর্দমাক্ত হয়ে আছে। সকালে বৃষ্টি না হলেও মাঠ খেলার অনুপযোগী। স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিরুল রহমান রাইজিংবিডিকে সকালে বলেছিলেন,‘দুপুর ২টা পর্যন্ত আউটফিল্ড খেলার উপযোগী না হলে আজকের দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা হবে।’

দুপুর পর্যন্ত অপেক্ষা করেননি ম্যাচ অফিসিয়ালরা। প্রথম সেশনের খেলা পণ্ড হওয়ার পর মাঠ পর্যবেক্ষণ করে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন নাদির শাহ ও মাহফুজুর রহমান। ম্যাচ রেফারি রকিবুল হাসান।



দিনের খেলা পরিত্যক্ত হলেও ক্রিকেটাররা বসে থাকেননি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেছেন।




রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন /শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়