ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডাবল সেঞ্চুরি হলো না মেহেদীর

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৮, ২৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাবল সেঞ্চুরি হলো না মেহেদীর

মেহেদী হাসান। (ছবি: মিলটন আহমেদ)

ক্রীড়া প্রতিবেদক: প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিকে ডাবলে রূপ দিতে পারলেন না মেহেদী হাসান। খুলনার ডানহাতি এ ব্যাটসম্যান থামলেন ১৭৭ রানে।

চলছে ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। শুক্রবার প্রথম দিন বরিশালের বিপক্ষে ১৬৫ রান করেন মেহেদী। দ্বিতীয় দিনের শুরু থেকে দারুণ ব্যাট চালালেও বেশিদূর যায়নি তার ইনিংস। ১২ রান যোগ করে বরিশাল বিভাগের বাঁহাতি স্পিনার মনির হোসেনের বলে এলবিডব্লিউ হন প্রতিভাবান এ ক্রিকেটার। ৩৬২ বলে ১৬ চার ও ২ ছক্কায় ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজান মেহেদী।

এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সর্বোচ্চ রান ছিল ১৪০। এবার নতুন রেকর্ড সেট করেছেন, তবে ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ রয়েই গেল ২২ বছর বয়সি এ ক্রিকেটারের। বিসিবির এইচপি দলের হয়ে কিছুদিন আগেই ইংল্যান্ড সফর করে এসেছেন মেহেদী। সেখানেও ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন।

এদিকে খুলনার হয়ে প্রথম দিন সেঞ্চুরির দেখা পেয়েছেন তুষার ইমরান। ২৪তম সেঞ্চুরি তুলে ১৩২ রানে আউট হন তুষার। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ৩৩ বছর বয়সি এ ক্রিকেটারের।


চলতি মৌসুমে একটি ডাবল সেঞ্চুরি হয়েছে। প্রথম রাউন্ডে খুলনার ওপেনার এনামুল হক বিজয় ২১৬ রান করেছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়