ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উদ্যান না হলে নয়াপল্টন চায় বিএনপি

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উদ্যান না হলে নয়াপল্টন চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিএনপির পূর্বঘোষিত সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না হলে বিকল্প ভেন্যু হিসেবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সামনের রাস্তা চাইছে দলটি।

 

শুক্রবার দলের এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। যদি সোহরাওয়ার্দীতে অনুমতি না দেওয়া হয় তাহলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি দেওয়া হোক।’

 

শুক্রবার রাতেই সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার যদি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়, তাহলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে সমাবশে করার অনুমতি দিন। আমরা দুটো প্রস্তাবই রাখছি।’

 

‘আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং বিএনপিকে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেবে’, বলেন তিনি।

 

রাজধানীর নয়াপল্টনে ‘ভাসানী ভবন’ মিলনায়তনে সমাবেশ উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির ওই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।

 

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ একদিকে গণতন্ত্র বিশ্বাস করে না, অন্যদিকে তারা জানে সুষ্ঠু নির্বাচন দিলে কখনো রাষ্ট্রপরিচালনায় আসতে পারবে না। তাই কৌশলে বিএনপি এবং বিরোধী দল যাতে নির্বাচনে যেতে না পারে সেজন্য তাদের পছন্দমতো নির্বাচন কমিশন গঠন করতে চায়।’

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া প্রস্তাবের ওপর ভিত্তি করে রাষ্ট্রপতি একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

বাংলাদেশে একনায়ক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘এটি মানুষ কখনো মেনে নেয়নি, নেবে না। দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে হারানো অধিকার ফিরিয়ে আনতে হবে। জনগণকে সংগঠিত করতে পারলে কোনো বাধাই বিএনপির অগ্রযাত্রা স্তব্ধ করতে পারবে না।’

 

যৌথসভায় ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়