ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঘরের মাঠের ধারাবাহিকতা ধরে রাখতে চান মুশফিক

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘরের মাঠের ধারাবাহিকতা ধরে রাখতে চান মুশফিক

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশের সামনে এবার টেস্টের চ্যালেঞ্জ। মুশফিকুর রহিমের নেতৃত্বে আগামীকাল ভোরে প্রথম টেস্টে স্বাগতিক কিউইদের আতিথ্য নেবে বাংলাদেশ।

টেস্টে ভালো করার জন্য ঘরের মাঠের আগের সিরিজগুলোতে থেকে অনুপ্রেরণা নিতে চাইছেন মুশফিকুর রহিম। বিদেশি কন্ডিশনেও ঘরের মাঠের সাফল্যের ধারাবাকিহতা ধরে রাখতে চান মুশফিক।

নিউজিল্যান্ডের সঙ্গে ময়দানী লড়াইয়ে নামার আগে টেস্ট অধিনায়ক মুশফিক জানান, ‘আমাদের লক্ষ্য হবে অ্যাওয়ে টেস্টেও ঘরের মাঠের ধারাবাহিকতা ধরে রাখা। দেশের বাইরের পরিস্থিতিতে নিজেদের প্রমাণ করার এখনই সময়। এক্ষেত্রে ব্যাটসম্যানদেরই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তামিম, সাকিব এবং মাহমুদউল্লাহরা অতীতে টেস্টে ভালো করেছেন।’

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য দলীয় প্রচেষ্টার কথা জানিয়েছেন মুশফিক। এই প্রসঙ্গে টাইগার অধিনায়কের বক্তব্য, ‘এখন আমরা ব্যাটসমানদের কাছ থেকে সমন্বিত প্রচেষ্টা চাই। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে যা করতে আমরা ব্যর্থ হয়েছিলাম। আমাদের সামর্থ্য রয়েছে। তাই নিজেদের প্রমাণ করার এটাই সুযোগ। আমাদের আসল চ্যালেঞ্জ তাদের টেস্ট বোলারদের বিপক্ষে নিজেদের সেট করে নেওয়া। তাদের প্রতিরক্ষার জন্য আমাদের বোলারদেরও সেরাটা দিতে হবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়