ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুষ্টিয়ায় ঘুষ গ্রহণের সময় ভূমি সার্ভেয়ার আটক

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় ঘুষ গ্রহণের সময় ভূমি সার্ভেয়ার আটক

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় সদর উপজেলা ভূমি সার্ভেয়ার মাহফুজুর রহমানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার বিকেল ৪টায় শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিকের শোরুম থেকে তাকে আটক করা হয়।

দুদক কুষ্টিয়ার পাবলিক  প্রসিকিউটর (পিপি) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুদক কুষ্টিয়া অফিসের উপপরিচালক আব্দুল গাফফারের নেতৃত্বে একটি দল বুধবার শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিকের শোরুমে অভিযান চালায়।

এ সময় ওই দোকানের ভেতর জমির কাগজপত্র ঠিক করার নামে মাহফুজুর রহমান এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নিচ্ছিলেন। দুদক দল ঘুষের টাকাসহ হাতেনাতে তাকে আটক করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১১ জানুয়ারি ২০১৭/কাঞ্চন কুমার/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়