ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

র‌্যাঙ্কিংয়ে মাশরাফির উন্নতি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ২৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
র‌্যাঙ্কিংয়ে মাশরাফির উন্নতি

নিউজিল্যান্ডে উইকেট পাওয়ার পর মাশরাফি বিন মুর্তজার উল্লাস

ক্রীড়া প্রতিবেদক : আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে মাশরাফি বিন মুর্তজার।  জাতীয় দলের সীমিত পরিসরের অধিনায়ক ১৩তম স্থানে উঠে এসেছেন। রেটিং পয়েন্ট ৬১৪।

শুক্রবার দুপুরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।  

বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬৪৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছেন সাকিব আল হাসান।  বাঁহাতি এই স্পিনারের র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। র‌্যাঙ্কিংয়ে শীর্ষ বিশে সাকিব ও মাশরাফি ব্যতিত অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মাশরাফির পরের স্থানটি মুস্তাফিজুর রহমানের দখলে। ৫৩৪ পয়েন্ট নিয়ে কাটার মাস্টার রয়েছেন ২৯তম স্থানে। আরাফাত সানীর অবস্থান ৫৫তম স্থানে। 

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান এখনো সবার ধরাছোঁয়ার বাইরে। ৩৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব। ৩৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।

ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ বিশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ৬৪২ পয়েন্ট নিয়ে মুশফিকের অবস্থান ১৯-এ। ৬১৯ পয়েন্ট নিয়ে তামিম ইকবাল রয়েছেন ২৪তম স্থানে। সৌম্য সরকার ৩০, সাকিব আল হাসান ৩৩ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৫৫তম স্থানে আছেন।  



রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়