ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তথ্যমন্ত্রীর সঙ্গে নেপালের প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তথ্যমন্ত্রীর সঙ্গে নেপালের প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ

সচিবালয় প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালের প্রধান তথ্য কমিশনার কৃষ্ণহরি বাসকোটা।

বৃহস্পতিবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের তথ্য কমিশনের মধ্যে তথ্য বিনিময়ের বিষয়ে আলোচনা হয়। এ সময় তথ্যমন্ত্রী সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের জন্য নেপাল ও বাংলাদেশের তথ্য কমিশনকে অভিনন্দন জানান।

তথ্যমন্ত্রী বলেন, এ সমঝোতা স্মারক দুই দেশের জনগণের মধ্যে সম্প্রীতি ও প্রজ্ঞার বন্ধন দৃঢ়তর করবে।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য সচিব মরতুজা আহমদ, বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশিদা বেগম সাঈদ, নেপালের তথ্য কমিশনার যশোদা দেবী তিমসিনা।

যুক্তরাজ্যের লুটনের মেয়রের সাক্ষাৎ
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের লুটন শহরের মেয়র তাহির খান।



এ সময় তথ্যমন্ত্রী ব্রেক্সিট-উত্তর যুক্তরাজ্যে বাংলাদেশিদের কর্মসংস্থান, তথ্য বিনিময়ের বিষয়ে মেয়রের সঙ্গে আলোচনা করেন।

ফজলুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নওয়াজিশ তাহনুন, লুটনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ফজিলাত খান এবং তথ্যমন্ত্রীর একান্ত সচিব ড. মোল্লা মাহমুদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়