ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাঙ্গুনিয়ায় আগুনে ৩০টি বস্তিঘর পুড়ে গেছে

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাঙ্গুনিয়ায় আগুনে ৩০টি বস্তিঘর পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগুনে বস্তির ৩০টি ঘর পুড়ে গেছে। 

উপজেলার রাজানগর ইউনিয়নের রানীর হাটের কাউখালী রাস্তার মাথা এলাকায় বৃহস্পতিবার দুপুরে আগুনে ঘরগুলো পুড়ে যায়। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, বস্তি এলাকার চায়ের দোকানের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ও কাউখালী থেকে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে বস্তির কমপক্ষে ৩০টি ঘর পুড়ে যায়।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৬ ফেব্রুয়ারি ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়