ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীতে প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফার্মগেট এলাকার মনিপুরী পাড়ায় দেবজিক রায় নামের এক তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মনিপুরী পাড়ার শেলটেক মনিহার ২/বি নম্বর বাড়ি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবজিক রায় বনানী এলাকায় একটি আইটি ফার্মে কাজ করতেন। তার বাবার নাম সত্যেন রায়। তাদের বাড়ি নেত্রকোনা জেলার সদর উপজেলার  ছোট বাজার গ্রামে।

দেবজিকের মামাতো ভাই হিমেল কর্মকার রাইজিংবিডিকে জানান, তার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। কয়েক মাস আগে সেই মেয়ের বিয়ে হয়। এ দিয়ে সে খুব হতাশ ছিল। কিছুদিন ধরে কাজেও যেত না। আজ বিকেলে তার বাসায় গিয়ে তার নিথর দেহ পাই।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এটি আত্মহত্যা না স্বাভাবিক মৃত্যু বোঝা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/নূর/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়