ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জীবনের গভীরতম বোধ হচ্ছে কবিতা : গিরিশ গৈরিক

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জীবনের গভীরতম বোধ হচ্ছে কবিতা : গিরিশ গৈরিক

নিজস্ব প্রতিবেদক : কবি গিরীশ গৈরিক বলেছেন, ছোটবেলায় যখন কবিতা লিখতাম তখন একদিন বাবা প্রশ্ন করেছিলেন, কবিতা লিখে কি হবে, এর লাভ কী?

তখন বাবাকে আমি পাল্টা প্রশ্ন করেছিলাম, তুমি কেন বাড়ীর সামনে ফুল গাছ লাগিয়েছো। সে জায়গায় তো একটি মরিচ গাছ লাগাতে পারতে। মরিচ হতো। খাওয়া যেত। ফুল সৌরভ দেয়। শিল্প সাহিত্য হলো পৃথিবীর সেই সৌরভ। জীবনের গভীরতম বোধ হচ্ছে কবিতা। এতে কোনো লাভ-লস বা ক্ষতি নেই।

গিরীশ গৈরিক বলেন, ‘এর সাথে আরেকটি প্রশ্ন আছে আমি কে? এ প্রশ্নের উত্তর হাজার হাজার বছর ধরে আমরা দিয়ে যাচ্ছি এবং আরো হাজার হাজার বছর দিয়ে যাবো। কবিতা আমি কেন লিখি- এ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। তবে এতটুকু বলতে চাই, আমার কিছু ব্যথা আছে, আমার কিছু বলার আছে, যে কথাটা মুখে বলা সম্ভব নয়, যে কথা অন্য মাধ্যমে লিখে বলা সম্ভব নয়। কেবল কবিতার মাধ্যমে কথাগুলো বলা যায়। তাই আমি কবিতা লিখি।’

অমর একুশে গ্রন্থমেলায় ‘সমকালীন সাহিত্য ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে কবি গিরিশ গৈরিক এ কথা বলেন।  জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম এই বৈঠকের আয়োজন করে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় অমর একুশে গন্থমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে রাইজিংবিডি স্টলে এ বৈঠকের আয়োজন করা হয়।

গিরিশ গৈরিক বলেন, ‘দুই হাজার বছর আগে এক দার্শনিক বলেছিলেন, তুমি যদি তোমার কথা বলতে চাও মানুষকে জানাতে চাও তুমি তোমার মাতৃভাষায় কথা বলো। তুমি যদি তাও না পারো তাহলে তুমি শিল্প সাহিত্য চর্চা কর। তুমি যদি তাও বুঝাতে না পার তাহলে তুমি গান গাও। যদি তুমি তাও না পার তাহলে তোমাকে কবিতা লিখতে হবে। তাহলে তুমি তোমার কথা বলতে পারবে। কথাটি আমাকে খুবই ভাবায়। মূলত আমি কবি না, প্রকৃতি ও বাস্তবতা থেকে আমি কবিতা সংগ্রহ করি। গাইড বইয়ের যেভাবে মার্কেটিং করা হয়, কবিতা ও সাহিত্যের বই নিয়ে তেমন মার্কেটিং হয় না। সাহিত্যের বই নিয়ে মার্কেটিং প্রয়োজন।’  



তিনি আরো বলেন, ‘কবি জীবনানন্দ দাস বলেছেন, সকলেই কবিতা লিখে, তাদের মধ্যে কেউ কেউ কবি। আমি কথাটি একটু ঘুরিয়ে দেবো। সকলেই কবিতা পাঠ করে। তাদের মধ্যে কেউ কেউ পাঠক। কোনো কালেই কবিতার বড় পাঠক ছিল না। এখনো নেই। পাঠক কম, বর্তমানে আছে, ভবিষ্যতেও এ ধারা থাকবে। এর অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের মার্কেটিং নেই। আমাদের গাইড বইয়ের মার্কেটিং আছে। কিন্তু কবিতা বা সাহিত্যের বইয়ের কোনো মার্কেটিং নেই। কবিতার জন্য ছন্দ বাধ্যগত নয়। যদি কোনো লেখায় স্পন্দন থাকে তাহলে সেটি কবিতা হতে পারে। এর জন্য ছন্দ বাধ্যগত নয়।

আড্ডা যে নেই তা নয়। হয়তো সেটি পরিবর্তন হয়েছে। আগে যেমন আনুষ্ঠানিক আড্ডা হতো হয়তো সেটি হচ্ছে না। সে দৃষ্টিকোণ থেকে আজকে সবাইকে একসাথে একত্র করার কাজটা করেছে রাইজিংবিডি। সে জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৭/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়