ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কালনা ফেরি ঘাটে পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালনা ফেরি ঘাটে পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন

গোপালগঞ্জ প্রতিনিধি : মাগুরার সীমাখালী ব্রিজ ভেঙে যাওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরি ঘাটে চাপ বেড়ে যাওয়ায় নদী পারাপারে জন্য শতাধিক যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে।

মাগুরার সীমাখালী ব্রিজ ভেঙে যাওয়ায় ওই রাস্তায় চলাচলকারী যানবাহনের একটি অংশ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরি দিয়ে নড়াইল হয়ে যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় যাচ্ছে।

আর এ কারণে গত তিন দিন ধরে মধুমতি নদীর কালনা ফেরি ঘাটে ব্যাপক চাপ পড়েছে। দুইটি ফেরি চালিয়েও যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দেওয়া যাচ্ছে না। যে কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলো পারাপার হচ্ছে। ঘাটে বসে থেকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মধুমতি নদীতে পানি কমে যাওয়ায় অসংখ্য ডুবোচরের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। ঘাটের দুই পাড়ে অন্তত শতাধিক যাত্রীবাহী বাস ও ট্রাক আটকা পড়েছে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৭ ফেব্রুয়ারি ২০১৭/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ