ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

'প্রিয়তম বলছি তোমায়' গ্রন্থের পাঠ উন্মোচন

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
'প্রিয়তম বলছি তোমায়' গ্রন্থের পাঠ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : কবি বনানী বিশ্বাসের প্রথম কাব্যগ্রন্থ 'প্রিয়তম বলছি তোমায়’-এর পাঠ উন্মোচন হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের পাঠসূত্র স্টলের সামনে এ পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ উন্মোচন করেন কবি অসীম সাহা।

তিনি বলেন, বনানী বিশ্বাস প্রশাসনিক কর্মের সঙ্গে সম্পৃক্ত থেকেও যে কবিতার মতো আবেগময় জীবন ধারণ করেছেন; এটা তরুণদের জন্য অন্যতম দৃষ্টান্ত। কবিতা অনেকেই লেখেন তবে মূলধারার কবি হাতেগোনা কয়েকজন হয়। বনানী বিশ্বাস তেমনই একজন।

কবি অরবিন্দ চক্রবর্তীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি পরিতোষ হালদার, সাদী এজাজ, আরিফা জিউলি, সুবর্ণা গোস্বামী, মিজানুর রহমান স্বপন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন কবি মিঠুন রাকসাম।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৭/নূর/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়