ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘কারাগার বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তর করে’

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কারাগার বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তর করে’

ডেস্ক রিপোর্ট : কারাগার সংশোধনাগার হিসেবে ‘বন্দির হাতকে কর্মীর হাতে’ রূপান্তর করে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কারাগারকে একটি নিরাপত্তামূলক প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেন।

বন্দিদের সাজা কার্যকর করার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের চারিত্রিক সংশোধন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বাংলাদেশ কারা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি বলেন।

প্রধানমন্ত্রী ‘কারা সপ্তাহ-২০১৭’ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আশা করেন, কারা বিভাগ কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করবে। কারাবন্দিদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করাসহ তাদের প্রতি মানবিক আচরণ সমুন্নত রাখতে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠন করার পর দেশের কারাগারগুলোর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। আমরা কারাগারকে বন্দি সংশোধনাগার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গত আট বছরে আমরা নতুন ১৩টি কারাগার নির্মাণ করেছি। নতুন আরো আটটি কারাগার নির্মাণের কাজ চলছে। ঐতিহ্যবাহী ঢাকা কেন্দ্রীয় কারাগারকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার ২০১৬-১৭ অর্থবছরে কারা প্রশিক্ষণ একাডেমি স্থাপন, কারা নিরাপত্তা আধুনিকায়ন প্রকল্প, মহিলা কারারক্ষীদের আবাসন নির্মাণ প্রকল্প এবং ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প গ্রহণ করে অর্থ বরাদ্দ দিয়েছে।’

এ কারাগারকে আরো আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত করে গড়ে তোলা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘আমরা কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট ও বন্দিদের জন্য প্রশিক্ষণ স্কুল চালু করেছি। কারাগারসমূহে কুটির শিল্প ও বেকারি স্থাপন করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের আবাসন ও অফিসার্স মেস নির্মাণ এবং আইসিটি ব্যবস্থা প্রবর্তনসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর চারটি কেন্দ্রীয় কারাগার, ১৩টি জেলা কারাগার এবং ৪২টি উপকারাগার নিয়ে কারা বিভাগ গঠন করেন। পরবর্তীকালে ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার উপকারাগারগুলোকে জেলা কারাগার হিসেবে ঘোষণা করে।’

তিনি বাংলাদেশ কারা বিভাগের উত্তরোত্তর সমৃদ্ধি ও ‘কারা সপ্তাহ -২০১৭’ এর সার্বিক সাফল্য কামনা করেন।

সূত্র : বাসস



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়