ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মেলায় ২৬১ নতুন বই

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেলায় ২৬১ নতুন বই

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় ২১তম দিনে নতুন বই এসেছে ২৬১টি। এর মধ্যে ৪৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলা একাডেমির তথ্যমতে, অনিন্দ্য এনেছে শামসুজ্জামান খানের ‘সাম্প্রতিক ফোকলোর ভাবনা’, সৈয়দ শামসুল হকের ‘সায়েন্স ফিকশন সমগ্র’, হরিশংকর জলদাসের ‘বাংলা সাহিত্যের নানা অনুষঙ্গ’, চৈতন্য প্রকাশনী এনেছে সরকার আমিনের ‘প্রথম রাতের উপাসনা’, পাঠক সমাবেশ এনেছে কামাল চৌধুরীর ‘কন্যাকে নিয়ে লেখা’, ময়ূরপঙ্খী এনেছে ধ্রুব এষের ‘রঙ পাতারা গাছ’, আগামী এনেছে ওবায়দুল কাদেরের ‘বাংলাদেশের হৃদয় হতে’, নবযুগ প্রকাশনী এনেছে সৈয়দ শামসুল হকের ‘স্বাদিত রবীন্দ্রনাথ’।

ভাষা প্রকাশ এনেছে ওবায়দুল কাদেরের ‘রাজনৈতিক কলাম’, কথা প্রকাশ এনেছে সাঈফ আবেদীনের ‘জঙ্গলবাড়ির রহস্য’, দ্বিতীয় সৈয়দ হকের ‘মেঘ ও বাবার কিছু কথা’, রেজাউদ্দিন স্টালিনের ‘তদন্ত রিপোর্ট’, অন্যধারা পাবলিকেশন্স এনেছে মোহাম্মদ কামাল পারভেজের ‘সোনার বঙ্গবন্ধু’, বাবুই এনেছে জাকির তালুকদারের ‘তুলতুলের বন্ধু ব্যাঙ’।

আমিরুল ইসলামের ‘চির নতুন পুরনো গল্প’, হাবীবাহ নাসরিনের ‘টুম্পা ও তার বেড়ালছানা’, তুষার আব্দুল্লাহর ‘দুষ্টু শহরে দস্যি তিন’, জেব্রা ক্রসিং এনেছে সাইমন জাকারিয়ার ‘দয়াল তোমার আসল নামটা কি’, পুথিনিলয় এনেছে জ্যোতিপ্রকাশ দত্তের ‘দাম্পত্য জীবনের গল্প’, সূচীপত্র এনেছে অধ্যাপক আবু সাঈদের ‘কোর্ট মার্শাল আমি মৃত্যুকে পরোয়া করি না’, দোয়েল প্রকাশনী এনেছে নাজমুল হক ইমনের ‘তুলিকা’ও ‘তিসিম’, রেজাউর রহমান রিজভির ‘ভালোবাসার অবাক চোখ’।

মিজান পাবলিকেশন্স এনেছে মোহাম্মদ মাহবুব আলীর ‘বঙ্গবন্ধু থেকে অবিসংবাদিত নেত্রী শেখ হাসিনা’, ছায়াবিথী এনেছে অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীর ‘ঘাতক নির্মূল আন্দোলন স্মৃতিবাহী’, ভাষা চিত্র এনেছে হুমায়ূন কবির ঢালির ‘পিতাপুত্র’, মাসুম রেজার ‘তুমুল প্রেমে ছোটভাই’, পাঞ্জেরী এনেছে আনিসুল হকের ‘আমার একটা পোষা দৈত্য আছে’, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এনেছে আবদুল গাফফার চৌধুরীর ‘অগ্রজের সঙ্গে একদিন’।



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/ইয়ামিন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়