ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লা সিটি নির্বাচনে ৭৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

মহিউদ্দিন মোল্লা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লা সিটি নির্বাচনে ৭৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ও সাধারণ আসনসহ ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার মেয়র পদে একজন, কাউন্সিলর পদে ৯ জন ও সংরক্ষিত পদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। শনিবার  সাধারণ আসনে ৬৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত ৭৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা নির্বাচনকে কেন্দ্র সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড সরানোর নির্দেশও দেওয়া হয়েছে।

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ, জমাদানের শেষ তারিখ ২ মার্চ। প্রত্যাহারের তারিখ ১৪ মার্চ।



রাইজিংবিডি/কুমিল্লা/২৫ ফেব্রুয়ারি ২০১৭/মহিউদ্দিন মোল্লা/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়