ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইন্টার্ন চিকিৎসকদের শাস্তির প্রতিবাদে মানববন্ধন

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্টার্ন চিকিৎসকদের শাস্তির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তির প্রতিবাদে মানববন্ধন করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) শাখা।

রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ মানববন্ধন করেন।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি কৌশিক হাসান বলেন, ‘বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহার এবং ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা দিতে না পারলে ভবিষ্যতে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।’

মানববন্ধনে ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ওই চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি মওকুফের দাবি জানান।

প্রসঙ্গত, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/৫ মার্চ ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়