ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লঙ্কার মাটিতেই প্রথম লঙ্কা-বধ!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লঙ্কার মাটিতেই প্রথম লঙ্কা-বধ!

দেশের শততম টেস্টে মুশফিকুর রহিম নিজে একশ ডিসমিসালের মাইলফলক ছুঁয়েছেন। দুটি উপলক্ষই জয় দিয়ে রাঙিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক। (ছবি : মিলটন আহমেদ, কলম্বো থেকে)

ক্রীড়া প্রতিবেদক : বিদেশের মাটিতে বড় দলের সঙ্গে টেস্ট জয় বাংলাদেশের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। যদিও ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট জিতেছিল বাংলাদেশ। তবে বোর্ডের সঙ্গে ঝামেলার কারণে ওয়েস্ট ইন্ডিজের মূল দলের অনেক খেলোয়াড়ই সেবার ছিলেন না। আরেকটি জয় ছিল ২০১৩ সালে হারারেতে জিম্বাবুয়ের সঙ্গে।

অবশেষে বিদেশের মাটিতে বড় দলকে টেস্টে হারানোর বিরল স্বাদ পেল বাংলাদেশ। তাও আবার ঐতিহাসিক এক ম্যাচে, নিজেদের শততম টেস্টে। রোববার কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের দল। শ্রীলঙ্কার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। লঙ্কার মাটিতেই প্রথমবার লঙ্কা-বধ!

শ্রীলঙ্কার বিপক্ষে ১৮তম টেস্টে প্রথম জয় পেল বাংলাদেশ। আগের ১৭ টেস্টের ১৫টিতেই বাংলাদেশ হার সঙ্গী করেছিল। দুটি ম্যাচ হয়েছিল ড্র। অবশেষে এমন এক মাঠেই প্রথম জয় এলো, যেখানে বাংলাদেশের অতীত রেকর্ড ছিল খুবই বিব্রতকর।

কলম্বোর পি সারা ওভালে এর আগে তিন টেস্ট খেলে তিনটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। টেস্টে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ডটাও এই পি সারা ওভালে। ২০০৭ সালে এই মাঠে বাংলাদেশ অলআউট হয়েছিল ৬২ রানে। ৯ বছর পর সেই মাঠেই এলো দুর্দান্ত এক জয়।

অথচ গলে প্রথম টেস্ট হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। কলম্বো টেস্টের আগে মাঠের বাইরে দানা বেঁধেছিল নানা বিতর্ক। যেসব নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। সবকিছু পেছনে ফেলে শততম টেস্টের উপলক্ষটা জয় দিয়ে রাঙিয়ে রাখলেন মুশফিক-সাকিব-তামিমরা। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর শততম টেস্ট জেতা চতুর্থ দল বাংলাদেশ। এটাও কি কম গর্বের!



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়