ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশের ক্রিকেটভক্তদের জয় উৎসর্গ করলেন মুশফিক

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের ক্রিকেটভক্তদের জয় উৎসর্গ করলেন মুশফিক

বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম

ক্রীড়া প্রতিবেদক : শততম টেস্ট। এক ঐতিহাসিক জয়। ক্রিকেট ইতিহাসে এর আগে মাত্র তিনটি দল শততম টেস্টে জয় পেয়েছিল। চতুর্থ দল হিসেবে আজ সেই তালিকায় নাম লেখালো বাংলাদেশ। এ যে এক বিরাট অর্জন। গৌরবের ও গর্বের বিষয়।

শততম টেস্ট বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষকে এক চিলতে উৎসবের উপলক্ষ্য এনে দিয়েছে। উল্লাস আর উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। শুধু কী দেশ? পৃথিবীর আনাচে-কানাচে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভুতরা আজ আনন্দের মিছিলে সামিল। সবার মুখে বিজয়ের হাসি। সিরিজের দ্বিতীয় ও বাংলাদেশের শততম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে টাইগাররা।

দিনশেষ অবশ্য এই জয়টি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমিদের উৎসর্গ করেছেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট এই পর্যায়ে আসার পেছনে সমর্থকদের ভূমিকা কোনো অংশেই কম নয়। জয়টা আমরা দেশের সব ক্রিকেটভক্তকে উৎসর্গ করলাম।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়