ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোহিঙ্গাদের কথা শুনেছেন মিয়ানমারের প্রতিনিধিরা

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদের কথা শুনেছেন মিয়ানমারের প্রতিনিধিরা

কক্সবাজার প্রতিনিধি : দ্বিতীয় দিনের মতো মিয়ানমারের ১১ সদস্যের প্রতিনিধি দল সেই দেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা শুনেছেন।

তারা আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালীর নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে ৩০ জন রোহিঙ্গার সঙ্গে আলাপ করেন এবং তাদের কথা শোনেন। দুপুর ১২ টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে তারা উখিয়া ত্যাগ করেন।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, রোহিঙ্গা নির্যাতনে তদন্ত করতে মিয়ানমার সরকারের ১১ সদস্যের প্রতিনিধি দল সকাল ৯টার দিকে উখিয়া এসে পৌঁছান। এরপর সাড়ে ৯টার দিকে বালুখালীতে গড়ে উঠা নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার লোকজন ছিলেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার সৈকত বিশ্বাস রাইজিংবিডিকে জানান, সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মিয়ানমারের প্রতিনিধি দল উখিয়ার বালুখালীস্থ নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং নির্যাতনের শিকার ৩০ রোহিঙ্গার কথা শোনেন। এরপর বিকেলে টেকনাফের লেদায় নতুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি রোববার বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজার পৌঁছে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে আলাপ করেন। পরে বিকেল সাড়ে ৩ টার দিকে প্রতিনিধি দলটি কুতুপালং ক্যাম্পে গিয়ে পৌঁছান। ওখানে নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। এরপর উখিয়ার পাতাবাড়িতে অবস্থিত বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।

গত বছরের ৯ অক্টোবরের পর মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর দেশটির সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে। এ সময় নতুন করে ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এদের সম্পর্কে তদন্ত করতে মিয়ানমার সরকার তদন্ত দল গঠন করে বাংলাদেশে পাঠিয়েছে। 



রাইজিংবিডি/কক্সবাজার/২০ মার্চ ২০১৭/সুজাউদ্দিন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়