ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

মোয়াজ্জেম হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্তে সোমবার দুপুরে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কুচবিহার (ফালাকাটা)-১২৪ বিএসএফ ব্যাটালিয়নের উপপরিচালক কমল ভগত।

বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মোগলহাট সীমান্তে ধরলা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণকাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। গত ১৭ মার্চ এ নির্মাণকাজ বন্ধ করে দেন ভারতীয় কুচবিহার (ফালাকাটা) ১২৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা। অত্যন্ত গুরুত্বসহকারে এ বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

এ ছাড়াও নারী-শিশু, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত পিলার মেরামতের ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। শিগগিরই বিএসএফ ভারতীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধরলা নদীর তীর সংরক্ষণ কাজ সম্পন্নের ব্যাপারে জানাবে বলে জানিয়েছে।


রাইজিংবিডি/লালমনিরহাট/২০ মার্চ ২০১৭/মোয়াজ্জেম হোসেন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়