ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাজধানীর ৫০ লাখ ভাড়াটিয়া নিবন্ধনের আওতায়

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীর ৫০ লাখ ভাড়াটিয়া নিবন্ধনের আওতায়

নিজস্ব প্রতিবেদক : রাজধানীবাসীর মধ্যে ৫০ লাখের বেশি ভাড়াটিয়া নিবন্ধনের আওতায় এসেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, নিবন্ধন কার্যক্রম চালুর পর ঢাকা মহানগর পুলিশের ডাটাবেজে ৫০ লাখের বেশি ভাড়াটিয়ার তথ্য সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগরের সব থানা এলাকার প্রায় ১৪ লাখ ৬৫ হাজার ২৪৯টি পরিবার নিবন্ধনের আওতায় এসেছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ শাখার পরিদর্শক মো. আনোয়ার হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের ১৬ সেপ্টেম্বর ভাড়াটিয়া নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছিল। এ পর্যন্ত ১৪ লাখ ৬৫ হাজার ২৪৯টি পরিবার নিবন্ধনের আওতায় এসেছে। এসব পরিবারে সদস্য সংখ্যা প্রায় ৫০ লাখের বেশি।

আনোয়ার হোসেন খান বলেন, ভাড়াটিয়া নিবন্ধন কার্যক্রম শুরুর পর থেকে রাজধানীবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তবে এখনো অনেকে ভাড়াটিয়া নিবন্ধন ফরম পূরণ করেননি। আশা করছি, কিছু দিনের মধ্যে তারা এ নিবন্ধন ফরম দ্রুত পূরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দেবেন। এতে তাদের সুরক্ষা আরো বাড়বে।



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়