ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজধানীতে শিশুসহ ৪ জন বিদ্যুৎস্পৃষ্ট

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৯, ২৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে শিশুসহ ৪ জন বিদ্যুৎস্পৃষ্ট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় শিশুসহ একই পরিবারের চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

তারা হলেন- হোসেন আলী (৪৫) মাহাদী হাসান (৭), আবিয়াত (৭), আব্দুস সাত্তার (৩২)।

শনিবার সকাল সোয়া ১০টার টার দিকে তালতলার নতুন বাগের ৩১২/২৩/২৪/বি নম্বর নির্মাণাধীন বাড়ির নিচে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, বাড়ির নিচে শিশুদের নিয়ে বৃষ্টিতে ভিজছিলেন তারা। এ সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৭/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়