ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মৌলভীবাজারে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মৌলভীবাজারে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে’

সচিবালয় প্রতিবেদক:  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মৌলভীবাজারে দুই জঙ্গি আস্তানায় অভিযান চালাতে যদি প্রয়োজন হয় তবে সেনাবাহিনী নামানো হবে। 

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।   

তিনি বলেন, ‘মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানায় অভিযান চালাতে সোয়াত বাহিনী যথেষ্ট। তারপরও যদি প্রয়োজন হয় তাহলে সেনাবাহিনী নামানো হবে।’

তিনি আরো বলেন, ‘মৌলভীবাজারে যে জায়গা দুটি ঘিরে রাখা হয়েছে, সন্দেহ করা হচ্ছে সেখান নারী জঙ্গি আছে। ইতিমধ্যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা রয়েছে। ঢাকা থেকে সোয়াত ও বোম ডিসপোজাল ইউনিট মৌলভীবাজারের উদ্দেশে রওনা দিয়েছে।’

মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জঙ্গিরা এসব কাজ করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিত আমাদের নিয়ন্ত্রণে আছে। জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘১৬ কোটি মানুষের মধ্যে যদি ৪০- ৫০ জন জঙ্গি থাকে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এদের নিয়ন্ত্রণ করার সক্ষমতা সরকারের আছে। শিগগিরিই জঙ্গিদের কার্যক্রম নির্মূল করা হবে।’  

জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার ভোর  থেকে মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে। বড়হাট এলাকার ওই বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/আসাদ/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়