ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘প্রয়োজনে ভোট শেষে অভিযান’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রয়োজনে ভোট শেষে অভিযান’

নিজস্ব প্রতিবেদক : আতঙ্কিত না হয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ভোটারদের পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বুধবার কুমিল্লার কোটবাড়ী এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার খবরের পরিপ্রেক্ষিতে এ পরামর্শ দেন সিইসি। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বৃহস্পতিবার (৩০ মার্চ ২০১৭) ভোটাভুটি হবে।

সিইসি বলেন, প্রয়োজনে ভোট শেষে ওই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তাকে জানিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘প্রয়োজন হলে নির্বাচনী এলাকায় ভোট শেষে অভিযান চালানো হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। কোনোভাবেই আতঙ্কিত হবেন না।’

তিনি আরো বলেন, ‘পুলিশ সংশ্লিষ্ট বাড়ি ঘিরে রেখেছে। নির্বাচনে কোনো অসুবিধা হবে না। পুলিশ আমাকে জানিয়েছে, প্রয়োজন হলেই অভিযানের বিষয়ে পদক্ষেপ নেবে। তবে ভোটের মধ্যে এ অভিযান হবে না। প্রয়োজনে ভোট শেষে অভিযান চালানো হবে।’

এদিকে কুমিল্লার পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন বলেছেন, তারা ধারণা করছেন ওই বাড়িতে কয়েকজন জঙ্গি আছে এবং তাদের কাছে বোমা থাকতে পারে।

কোটবাড়ী এলাকা কুমিল্লা নগরীর এক প্রান্তে হলেও তা কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে।


রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/হাসিবুল/এনএ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়