ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কুমিল্লা সিটি করপোরেশনে ভোট গ্রহণ চলছে

মহিউদ্দিন মোল্লা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩০, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লা সিটি করপোরেশনে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে মেয়র পদে চারজন, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনে মোট দুই লাখ সাত হাজার ৫৬৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০৩টি ভোটকেন্দ্রে ৬২৮টি ভোটকক্ষ নির্মাণ করা হয়েছে।

নির্বাচনে ১০৩টি ভোটকেন্দ্রের অধিকাংশই ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরো সিটি এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে । নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে র‌্যাব-পুলিশ-আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ২৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে।




রাইজিংবিডি/কুমিল্লা/৩০ মার্চ ২০১৭/মহিউদ্দিন/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়