ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যুদ্ধাপরাধের মামলার ৯ আসামি গ্রেপ্তার

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫০, ২১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুদ্ধাপরাধের মামলার ৯ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার ডুমুরিয়া থানায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ১১ আসামির মধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত খুলনা ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার   করা হয়। সাতজনকে খুলনা থেকে এবং দুইজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডুমুরিয়া থানার দায়ের করা মামলা নম্বর-৭৫। তারিখ- ১ জানুয়ারি, ২০১৭।

গ্রেপ্তার আসামিরা হলেন- আব্দুর রহিম (৬৮), শামসুর রহমান (৭৫), জাহান আলী বিশ্বাস (৬৭), মো. শাজাহান (৬৮), করিম শেখ (৬৮), আবু বকর (৬৭) ও রওশন আলী গাজী (৭২)। সকল আসামির বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে। ঢাকায় গ্রেপ্তারকৃতরা হলেন- নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদার। 

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী বলেন, শুক্রবার সকাল পর্যন্ত ডুমুরিয়ার খর্নিয়া ও রানাই এবং নগরীর গল্লামারী এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদারকে ঢাকা থেকে একই সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ১১ জন আসামির মধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হলো।



রাইজিংবিডি/খুলনা/২১ এপ্রিল ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়