ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ পূর্ণ বাস্তবায়নের দাবি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ পূর্ণ বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক : বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ এর পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন ও গণমোর্চা নামের দুটি সংগঠন।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ এর পূর্ণ বাস্তবায়ন না হওয়াতে বাংলাদেশে ৮০ শতাংশ মানুষ-ভাড়াটিয়ারা বাড়ির মালিকদের হাতে জিম্মি ও সীমাহীন শোষণের শিকার।’

এ অবস্থায় মানববন্ধনে বক্তারা অচিরেই এই আইনের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

এ সময় বক্তারা এ আইন বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া নির্ধারণে হাইকোর্ট নির্দেশিত কমিশন গঠন ও ঢাকা সিটি করপোরেশন নির্ধারিত বাড়ি ভাড়া রেট কার্যকর করারও দাবি জানান।

গণমোর্চার সমন্বয়কারী মোহাম্মাদ মাসুমের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদার, জাগো বাঙ্গালির চেয়ারম্যান মেজর (অব.) শেখ হাবিবুর রহমান, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহম্মেদ প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৭/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়