ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জঙ্গি দমনে র‌্যাব সফল : প্রধানমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৩, ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গি দমনে র‌্যাব সফল : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জঙ্গি-সন্ত্রাস দমনে সফল হয়েছে। একই সঙ্গে তারা অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করেছে।

বুধবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাবের সদর দপ্তরে এ বাহিনীর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘র‌্যাবের অবকাঠামো ও বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজেটও দ্বিগুণ করা হয়েছে। আগামীতে এটি অব্যাহত থাকবে।’

এর আগে প্রধানমন্ত্রী  অনুষ্ঠানস্থলে পৌঁছালে  তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

 



প্রসঙ্গত, ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নেওয়ার মধ্যদিয়ে আত্মপ্রকাশ করে এলিট ফোর্স র‌্যাবের। এরপর থেকে জঙ্গিবাদ-সন্ত্রাস দমনসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় র‌্যাব কাজ করে আসছে। নানা সমালোচনা থাকলেও র‌্যাবের কর্মদক্ষতা ও সাফল্য জনসাধারণের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ২৬ মার্চ প্রতিষ্ঠাবার্ষিকী হলেও এক মাস পর আজ বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে র‌্যাব।




রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৭/মাকসুদ/উজ্জল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়