ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের ৯ দফা দাবি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ২৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের ৯ দফা দাবি

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: চামড়া শিল্প নগরীতে ১৫ দিনের মধ্যে গ্যাস, বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করাসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে শিল্প নগরীতে গ্যাস, বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, ২০০৩ সালে সম্পাদিত সমঝোতা স্মারক অনুযায়ী শিল্প নগরীর প্লটের মালিকানা দলিল দ্রুত রেজিস্ট্রেশন, শিল্প নগরীতে সিইটিপি, ক্রোম রিকভারী ইউনিট ও ডাম্পিং ইর্য়াড, শ্রমিকদের আবাসন, কারখানা বন্ধ থাকাকালীন শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকারের পক্ষ থেকে বরাদ্দ, কারখানা বন্ধ হওয়ায় যেসব রপ্তানি আদেশ বাতিল হবে এবং ক্রেতাগণ ক্ষতিপূরণ দাবি করবেন তা সরকারকে পরিশোধ করা, বিসিক এর অব্যবস্থাপনার বিচার বিভাগীয় তদন্ত, শিল্প উদ্যোক্তাদের বিদ্যামান ঋণ ব্লক করা এবং সুদ মওকুফ ও হাজারিবাগের জমিতে ডিজাইন-প্ল্যান পাশে রাউজকের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানানো হয়।
 
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত উল্ল্যাহ, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুড্‌স অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ মাহিনসহ ২০টি সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনের অংশ নেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৭/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়