ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন, দগ্ধ ৪

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এলিফ্যান্ট রোডে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) জ্বলে ওঠা আগুনে চার জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, রোবাবর বিকেল সাড়ে ৫টার দিকে ইস্টার্ন মল্লিকার পেছনে ‘হোম ইনজয়’ নামের ডেভেলপার অফিসে বসে ছিলেন মালিক উৎপল চক্রবর্তী, তার দু’বন্ধু মো. সোহেল ও মোনায়েম হোসেন। তারা কথা বলছিলেন এবং রং মিস্ত্রি জনি কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে এসিতে আগুন জ্বলে ওঠে এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে তারা ৪ জন দগ্ধ হন।

স্থানীয় লোকজনের সহায়তা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়