ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সবজির দাম ৩ থেকে ৫ টাকা বেড়েছে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৪, ২৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবজির দাম ৩ থেকে ৫ টাকা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে কয়েকটি ছাড়া বেশির ভাগ সবজির দাম তিন থেকে পাঁচ  টাকা বেড়েছে।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, হাতিরপুলসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র পাওয়া গেছে।

গত সপ্তাহে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে ৬০ টাকা, যা ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৩ টাকায়। গোল বেগুন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। শসা প্রতি কেজি ১০ টাকা বেড়ে ৪০ টাকায়, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

করলা কেজি প্রতি ৫০ টাকা, ঢেঁড়স ৪২ টাকা, ঝিঙা ৪৫ টাকা, পটল ৪০, পেঁপে ৫৫ টাকা, মুলা ৪০, কচুর লতি ৫০ টাকা, টমেটো ৫০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৪০ থেকে ৬০ টাকা, গাজর ৫০, কাঁকরোল ৫০ টাকা, পুঁইশাক প্রতি আটি ২০ টাকা, লাল শাক ১০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়।

বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৫ টাকায় এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকা, দেশি মুরগি ৩০০ থেকে ৪০০ টাকা প্রতিটি, লেয়ার মুরগি ২৪০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।



রাইজংবিডি/ঢাকা/২৬ মে ২০১৭/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়