ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

স্বস্তির বৃষ্টি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৬, ২৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে। রোববার দুপুরের পর রাজধানীর কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়। গরমের মধ্যে মাহে রমজানের প্রথম দিনে এই বৃষ্টি খানিকটা স্বস্তি নিয়ে এসেছে।

আবহাওয়া বিভাগ জানায়, রোববার দুপুর ১২টার পর মাঝারি বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমে আসে। কিছু এলাকায় ভারি বৃষ্টিপাতও হয়েছে।
 
রাজধানীর অফিসপাড়া হিসেবে খ্যাত মতিঝিলে বৃষ্টি নিয়ে কথা হয় চাকরিজীবী হেকমত মিয়ার সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘গরমে একেবারে অস্থির অবস্থা। জীবিকার জন্য বের হতে হয়। এ বৃষ্টিতে কিছুটা হলেও হাফ ছেড়ে বাঁচলাম।’

রিকশাচালক সিরাজ মিয়া বৃষ্টিতে ভিজে বলছিলেন, ‘মনে হলো শরীর থেকে সব গরম নেমে গেছে। কি যে ভাল লাগছে, কইতে পারমু না।’

বৃষ্টির কারণে ছাদের নিচে আশ্রয় নেয়া মানুষ মাহে রমজানের প্রথম দিনে বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেন।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়, এই বৃষ্টির পূর্বাভাস ছিলো। মৌসুমি বায়ু প্রবাহের সাথে বৃষ্টি আরো হতে পারে। দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ