ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পূর্বাচলে ক্ষতিগ্রস্ত ৬৭০ জনকে প্লট নম্বর প্রদান

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পূর্বাচলে ক্ষতিগ্রস্ত ৬৭০ জনকে প্লট নম্বর প্রদান

নিজস্ব প্রতিবেদক : লটারির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের গাজিপুর ও নারায়ণগঞ্জের কিছু অংশের ৭৩২ জন বরাদ্দপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত মূল অধিবাসীর মধ্যে ৬৭০ জনকে প্লট আইডি নম্বর দেওয়া হয়েছে।

রোববার রাজউক চেয়ারম্যানের সভাপতিত্বে সংস্থার সভাকক্ষে লটারির মাধ্যমে রাজউক এর পূর্বাচল নতুন শহর প্রকল্পের গাজিপুর ও নারায়ণগঞ্জের কিছু অংশের ৭৩২ জন বরাদ্দপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত মূল অধিবাসীর মধ্যে ৬৭০ জনকে প্লট আইডি নম্বর দেওয়া হয়েছে।

এর মধ্যে তিন কাঠার প্লট নাম্বার পেয়েছেন ৩৯৩ এবং পাঁচ কাঠার ২৭৭ জন রয়েছেন। বাকি পাঁচ কাঠা আয়তনের ৬২ জনের নাম্বর পরে দেওয়া হবে।

গাজীপুর অংশের মূল অধিবাসী প্লট রয়েছে এক হাজার ৬৪২টি। এর মধ্যে ২০১২ সালে ৮০৭টি, ২০১৫ সালে প্রথম ধাপে ৮০৪টি এবং দ্বিতীয় ধাপে ৩১টি প্লট বরাদ্দ দেওয়া হয়। রোববার ৭৩২টি প্লটের মধ্যে ৬৭০টির আইডি নম্বর দেওয়া হয়েছে।

গাজীপুর অংশের সাধারণ ক্ষতিগ্রস্ত প্লট মোট ২৫০টি প্লট রয়েছে। এ অংশে এখনো কোনো প্লট বরাদ্দ দেওয়া হয়নি। প্লটগুলো বরাদ্দ দিতে যাচাই-বাছাই কার্যক্রম চলছে।

অনুষ্ঠানে বরাদ্দপ্রাপ্তরা অভিযোগ করেন, অনেক সময় বরাদ্দের চিঠি পেতে হয়রানির শিকার হতে হয়। এর জবাবে রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী  বলেন, কোনো হয়রানি সহ্য করা হবে না। হয়রানি রোধে আমরা প্রয়োজনে এই কাজটি এক সপ্তাহের বিশেষ একটি ক্রাশ পোগ্রাম নিয়ে আপনাদের হাতে হাতে চিঠি পৌঁছে দেব।

রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদস্য (উন্নয়ন) মো. আব্দুর রহমান, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ ও সম্পত্তি) মো. আসমাউল হোসেন, সদস্য (প্রশাসন ও অর্থ) মো. ফারুক হোসেন, পূর্বাচল প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল আউয়াল, পূর্বাচল প্রকল্পের সম্পত্তি শাখার পরিচালক শেখ শাহীনুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া এ সময় মূল অধিবাসী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৭/আশরাফ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়