ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হকারদের ঈদ নষ্ট না করতে সিপিবির আহ্বান

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হকারদের ঈদ নষ্ট না করতে সিপিবির আহ্বান

নিজস্ব প্রতিবেদক : তিন লাখ হকার আর দুই কোটি ক্রেতার ঈদ নষ্ট না করতে ঢাকার মেয়রদের প্রতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা আহ্বান জানিয়েছেন।

রোববার দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদ্বয় মেহনতী হকারদের জীবন জীবিকা এবং শহরের নিম্নবিত্ত শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষদের ক্রয় ক্ষমতার মধ্যে কেনা-কাটার বিষয়টি বিবেচনায় না নিয়ে একতরফাভাবে শক্তি প্রয়োগের মাধ্যমে পুনর্বসান ছাড়াই হকারদের উচ্ছেদ করে দিয়েছে। হকাররা পরিবার পরিজনসহ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

নেতারা ঢাকা শহরের নিম্ন আয়ের শ্রমজীবী, মেহনতি মানুষের ঈদের আনন্দ নষ্ট না করার জন্য মেয়রদের প্রতি অনুরোধ জানান। ঈদ উৎসবকে সামনে রেখে রমজান মাসে সিটি করপোরেশন দেওয়া নিয়মের আওতায় হকারদের সারাদিন ব্যবসা করার অনুমতি প্রদানের জন্য দুই সিটি করপোরেশনের মেয়রদের প্রতি আহ্বান জানান।



রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৭/আশরাফ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়