ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বায়তুল মোকাররমের ৫ ঈদ জামাতের সময়সূচি

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ২২ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বায়তুল মোকাররমের ৫ ঈদ জামাতের সময়সূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক : চাঁদ দেখা সাপেক্ষে ২৬ জুন, সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন জানায়, বায়তুল মোকাররমে  প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।  জামাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান ইমামতি করবেন।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম।

চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জাকির হোসেন ইমামতি করবেন।

পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫মিনিটে। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

বায়তুল মোকাররমের পাঁচটি জামায়াতে কোনো কারণে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক  মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী।

প্রতিবছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরে সকাল ৭টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ধারাবাহিক পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

ঈদের জামাতের জন্য ইসলামিক ফাউন্ডেশন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। ঈদের জামাত উপলক্ষে মসজিদ আলোকসজ্জাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ে থাকবে এই জাতীয় মসজিদ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৭/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়