ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঈদের পরদিনই ফিরছেন অনেকে

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ২৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের পরদিনই ফিরছেন অনেকে

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে পবিত্র ঈদুল ফিতরের পরদিনই মঙ্গলবার রাজধানী ঢাকায় ফিরছেন অনেকে।

ঢাকায় ফেরা কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, যারা কেবল ঈদের নির্ধারিত তিনদিনই  ছুটি পেয়েছেন তারা সঠিক সময়ে কর্মস্থলে যোগ দিতে এবং যানজট এড়াতে আজই ফিরছেন ঢাকায়। এক্ষেত্রে পরিবার নিয়ে ফেরাদের সংখ্যা খুবই কম।

সংশ্লিষ্টরা বলছেন, ছুটি শেষে আগামী সপ্তাহ থেকে মূলত জমে উঠবে রাজধানী। ঢাকা ছেড়ে যাওয়া নগরবাসীদের ফেরা শুরু হবে শুক্রবার থেকে।

ফেনী-ঢাকা সড়কে চলাচলকারী স্টার লাইন পরিবহনের স্বত্তাধিকারী হাজি মো. আলাউদ্দিন রাইজিংবিডিকে বলেন, ‘আজ ঈদের পরদিন মূলত ঢাকায় আসার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। তবে রানিং টিকিটও বিক্রি হচ্ছে। কারণ, কিছু যাত্রী ঢাকায় ফিরছেন আজ।’

প্রসঙ্গত, পবিত্র ঈদুল ফিতর সোমবার উদযাপিত হয়েছে। রোববার থেকে মঙ্গলবার- এই তিনদিন ঈদ উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটি। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এই তিনদিন ছুটি পালন করা হচ্ছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৭/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়