ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘অদূর ভবিষ্যতে সেরা দশে থাকবে বাংলাদেশ’

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ২৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অদূর ভবিষ্যতে সেরা দশে থাকবে বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক : অদূর ভবিষ্যতে অর্থনৈতিকভাবে বিশ্বে বাংলাদেশ সেরা দশে থাকবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘আমরা পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে বর্তমানে অষ্টম বৃহৎ দেশ। অদূর ভবিষ্যতে অর্থনৈতিকভাবেও আমরা সেরা দশে থাকব।’

মন্ত্রী বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে ঈদপরবর্তী প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।

এ সময় পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘বছর ঘুরে ঈদ আসে। ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে ত্যাগের যে মহান আদর্শ পালন করেছি তার আলোকে জীবন পরিচালনা করতে হবে। নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কর্মকর্তা ও কর্মচারীদের কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘জাতীয় সংসদের এই অধিবেশনে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট পাশ হচ্ছে। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিল মাত্র ৭০০ কোটি টাকার। আর আজ স্বাধীনতা অর্জনের মাত্র ৪৬ বছরে এ বাজেট ৪ লাখ কোটি টাকারও অধিক। পৃথিবীর ইতিহাসে এত অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন কেবল বাংলাদেশেই সম্ভব। আর এসব সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে।’

মন্ত্রী বলেন, ‘এ বাজেট জনগণের বাজেট। ভিশন ২০২১ অর্জনের ক্ষেত্রে এ বাজেট একটি মাইলফলক। এ বাজেটের মাধ্যমে মেগা প্রকল্প বাস্তবায়িত হবে।’

তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, ‘বাজেটের সিংহভাগ অর্থ এলজিআরডি মন্ত্রণালয় ব্যয় করে। এ মন্ত্রণালয়ের ওপর জাতির উন্নয়নের গুরুদায়িত্ব রয়েছে। এ মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার ব্যবস্থায় সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে প্রায় ৬০ হাজারেরও অধিক জনপ্রতিনিধি রয়েছেন। শেখ হাসিনা ঘোষিত মধ্যম ও উন্নত আয়ের দেশে পরিণত হওয়ার মূল দায়িত্ব স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের হাতে। তাদের কর্মকাণ্ড সচল রাখতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে।’

এলজিআরডি মন্ত্রণালয় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের অন্যতম বড় অংশীদার উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ‘এ মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের মাধ্যমে সারা দেশে দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নের সিংহভাগ কার্যক্রম পরিচালিত হয়। ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে এ মন্ত্রণালয়কে চালকের ভূমিকায় আসীন হয়ে দায়িত্ব পালন করতে হবে।’

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের বৃহৎ অংশীদার হিসেবে এলজিআরডি মন্ত্রণালয়ের নেতৃত্ব ইতিহাসের পাতায় লেখা থাকবে।’

এর আগে স্থানীয় সরকার বিভাগের পক্ষে অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এবং পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের পক্ষে ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন। পরে মন্ত্রী কেক কেটে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৭/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়