ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টেস্ট-নেতৃত্বে চান্দিমাল, ওয়ানডেতে থারাঙ্গা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২২, ১২ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেস্ট-নেতৃত্বে চান্দিমাল, ওয়ানডেতে থারাঙ্গা

শ্রীলঙ্কার এখন দুই অধিনায়ক

ক্রীড়া ডেস্ক : অ্যাঞ্জেলো ম্যাথুস সরে দাঁড়ানোর পর নতুন টেস্ট ও সীমিত ওভারের অধিনায়কের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল। সীমিত ওভারের অধিনায়ক করা হয়েছে উপুল থারাঙ্গাকে।

বুধবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করে এসএলসি। এর আগে মঙ্গলবার তিন ধরনের ক্রিকেটে

চান্দিমাল এর আগে ম্যাথুসের ডেপুটি ছিলেন, টি-টোয়েন্টির অধিনায়কও ছিলেন। ২০১৩ সালে শ্রীলঙ্কার সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছিলেন তিনি।

আগামী শুক্রবার কলম্বোয় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অধিনায়কত্বের অভিষেক হবে চান্দিমালের।

সাম্প্রতিক সময়ে ম্যাথুস চোটে পড়লে ওয়ানডেতে লঙ্কানদের নেতৃত্ব দিয়েছেন থারাঙ্গা। এবার তিনি পাকাপাকিভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব পেলেন। 




রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়