ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অস্ট্রেলিয়া সিরিজে ‘হোম অ্যাডভান্টেজ’ নিতে চান তাইজুল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়া সিরিজে ‘হোম অ্যাডভান্টেজ’ নিতে চান তাইজুল

তাইজুল ইসলাম (ফাইল ছবি)

ক্রীড়া প্রতিবেদক : টেস্ট ক্রিকেটে ‘হোম অ্যাডভান্টেজ’ খুবই গুরুত্বপূর্ণ। আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাঠের সুবিধাটা নিতে চান জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম।

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে শনিবার মিরপুরে তাইজুল সাংবাদিকদের বলেছেন, ‘যেহেতু আমাদের দেশে খেলা, সেক্ষেত্রে আমরা চাইব দেশের মাটির অ্যাডভান্টেজটা নিতে।’

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট জয় ও সিরিজ ড্রয়ে বড় অবদান ছিল স্পিনারদের। ওই সিরিজে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ দুই টেস্টে নিয়েছিলেন রেকর্ড ১৯ উইকেট। সাকিব আল হাসান নিয়েছিলেন ১২ উইকেট। অস্ট্রেলিয়া সিরিজেও স্পিনাররা ভালো করবে বলে বিশ্বাস তাইজুলের।

‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো খেলেছিলাম। একটা ম্যাচ জিততে পারিনি। একটা জিতেছি। স্পিনাররা ভালো খেলেছে। আশা করি, এই সিরিজেও ভালো করব’- বলেন তাইজুল।

ইংল্যান্ড সিরিজে স্পিনিং উইকেটে খেলেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজেও একই উইকেট চান বাঁহাতি এই স্পিনার, ‘যে উইকেটে আমরা ভালো খেলি, সে রকম উইকেট হলে ভালো হয়। ইংল্যান্ডের বিপক্ষে যে ধরনের উইকেট ছিল, যে উইকেটে ভালো খেলেছি; সে রকম উইকেট হলে হয়তো দেশের জন্য ভালো হয়।’

অস্ট্রেলিয়া সিরিজে লক্ষ্যের কথাও জানালেন তাইজুল, ‘নিজের এবং দলের; সবার জন্যই লক্ষ্যটা হলো ভালো কিছু করা। যদি অস্ট্রেলিয়া আসে, সবচেয়ে বেশি উইকেট নেওয়ার চেষ্টা করব।’ কিন্তু এর জন্য কীরকম পরিকল্পনা করছেন তাইজুল? ২৫ বছর বয়সি স্পিনার বললেন, ‘পরিকল্পনা তো আছে। ভালো পরিকল্পনা থাকলে ভালো হয়। দলের জন্য ভালো কিছু করতে চাই। হয়তো ইনিংসে পাঁচটা/ছয়টা উইকেট নিতে চাইব।’

গত ঢাকা প্রিমিয়ার লিগে বোলিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে ব্যাট হাতেও দারুণ করেছিলেন তাইজুল। ব্যাটিং নিয়ে তিনি বললেন, ‘ব্যাট করার সুযোগ পেলে অবশ্যই ভালো কিছু করার ইচ্ছে আছে। ব্যাটিং নিয়ে কাজ করছি। যদিও অনেক দিন ধরে ব্যাটিং নিয়ে কাজ ছিল না। দেখা যাক কী হয়। ব্যাটিংয়ে আরো মনোযোগ দিতে হবে। শুধু একটা ব্যাপার দিয়ে খেলাটা ভালো হয় না। ব্যাটিংয়ে ভালো হলে হয়তো আমি টেস্টের মতো অন্য ফরম্যাটেও খেলতে পারব।’

এই মুহূর্তে বাংলাদেশ দলে কোনো স্পিন কোচ নেই। তাইজুলও স্পিন কোচের অভাবটা অনুভব করছেন, ‘স্পিন কোচের প্রয়োজন আছে মনে করি। দেশের যাদের সঙ্গে কাজ করি, আমি যেমন সোহেল ভাইয়ের সঙ্গে কাজ করি; তিনি আমাদের নানা রকম সহায়তা করেন। আর বাইরের কোচ এলেও নিশ্চয় তার কাছে অনেক কিছু জানার ও শেখার থাকবে।’

নতুন আর্থিক কাঠামো নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে অস্ট্রেলীয় ক্রিকেটারদের সমঝোতা না হওয়ায় বাংলাদেশ সফর নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। তবে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না তাইজুল-সাকিবরা। অস্ট্রেলিয়া সিরিজের পরই বাংলাদেশ যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। চলমান ট্রেনিং ক্যাম্পে ক্রিকেটাররা তাই নিজেদের প্রস্তুত করতেই ব্যস্ত বলে জানালেন তাইজুল, ‘ওদের আসা নিয়ে আমাদের চিন্তা নেই। আমরা আমাদের অনুশীলন নিয়ে চিন্তা করছি। এখন গরমের মধ্যে অনুশীলন চলে। সবাই ফিটনেসে উন্নতির জন্য কাজ করছে। কারণ সামনে আমাদের অনেক খেলা আছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৭/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়