ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি শওকত ইসলাম

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনালী ব্যাংকের নতুন ডিএমডি শওকত ইসলাম

অর্থনৈতিক প্রতিবেদক : সোনালী ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়ে যোগদান করেছেন মো. শওকত ইসলাম।

রোববার ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সরকারি আদেশ বলে ১১ জুলাই শওকত ইসলামকে পদোন্নতি দেওয়া হয়।

তিনি অগ্রণী ব্যাংকের মাঠ পর্যায়ে বিভিন্ন ‘এ গ্রেড’ শাখার ব্যবস্থাপক ও একাধিক করপোরেট শাখার প্রধানের দায়িত্ব পালন করেন। সেই সঙ্গে তিনি মহাব্যবস্থাপক হিসেবে প্রধান শাখা, চট্টগ্রাম সার্কেল, ফরিদপুর সার্কেল, খুলনা সার্কেল, ময়মনসিংহ সার্কেল, বরিশাল সার্কেল, ক্রেডিট, এস্টাবলিস্টমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং ডিভিশন, প্রকিউরমেন্ট এন্ড কমন সার্ভিসেস ডিভিশন এবং সর্বশেষ ঢাকার সার্কেল-১ এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, শওকত ইসলাম ১৯৮৬ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে তার ব্যাংকিং পেশা শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে স্নাতকোত্তর, এলএলবি ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৭/আশরাফ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়