ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মালয়েশিয়ায় হাইকমিশনারের মেয়াদ ফের বাড়ল

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালয়েশিয়ায় হাইকমিশনারের মেয়াদ ফের বাড়ল

সচিবালয় প্রতিবেদক : মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে আরো দু’বছর থাকছেন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মহ. শহীদুল ইসলাম।

শহীদুল ইসলামের অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে দুই বছরের জন্য এ পদে চুক্তিতে নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, ৩ মে বা যোগদানের তারিখ থেকে চুক্তির মেয়াদ কার্যকর হবে।

বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া। তাই মালয়েশিয়ায় হাইকমিশনারের পদটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

শহীদুল বিসিএস ১৯৮৪ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি সৌদি আরব, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের দূতের দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৩ মে মহ. শহীদুল ইসলামের মেয়াদ দু’বছর বাড়ানো হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৭/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়