ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাবিপ্রবিতে ছাত্রলীগের ধাওয়া পাল্টাধাওয়া, ভাঙচুর

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ১৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবিপ্রবিতে ছাত্রলীগের ধাওয়া পাল্টাধাওয়া, ভাঙচুর

পাবনা প্রতিনিধি : আধিপত্য বিস্তার নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আসন বরাদ্দ নিয়ে ছাত্রলীগের সভাপতি শাহেদ সাদেকী শান্ত ও সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ গ্রুপের সঙ্গে সহ-সভাপতি আরাফাত হোসেন-মতিন গ্রুপের দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে সোমবার সকালে সহ-সভাপতি আরাফাত গ্রুপের লোকজন সভাপতি শান্ত গ্রুপের এক কর্মীকে মারধর করেন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ক্যাম্পাসে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বঙ্গবন্ধু হলের দুটি কক্ষে ভাঙচুর চালায়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর আওয়াল কবির জয় বলেন, হলের আসন বরাদ্দ দিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। বঙ্গবন্ধু হলের দুটি কক্ষে ভাঙচুর করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/পাবনা/১৭ জুলাই ২০১৭/শাহীন রহমান/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়