ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাহিনের গলায় ফাঁসের চিহ্ন

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২২ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাহিনের গলায় ফাঁসের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন মেকানিক্সের গিটারিস্ট জাহিন আহমেদ। তার গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে।

ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে, জাহিন আহমেদকে তার বাবা সংগীত পরিচালক ও মাইলস ব্যান্ডের কিবোর্ডিস্ট মানাম আহেমদ নিজে কোলে করে শনিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে ল্যাব এইড হাসপাতালে নিয়ে আসেন। তখন পরীক্ষা করে তার পালস পাওয়া যায়নি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

জরুরি বিভাগের ওই চিকিৎসক বলেন,  জাহিনের বাবা মানাম আহমেদ জানিয়েছেন, বিকেল ৩টার দিকে তিনি জাহিনকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। এরপর তাকে নামিয়ে হাসপাতলে নিয়ে আসেন। আমরা তার গলায় ফাঁসের চিহ্ন দেখেছি।

ল্যাব এইড থেকে জাহিনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই চিকিৎসক।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়